বিয়ে ভাঙার গুঞ্জন সংগীতশিল্পী হৃদয় খানের

বিয়ে ভাঙার গুঞ্জন সংগীতশিল্পী হৃদয় খানের
জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান তার গানের চেয়ে বেশি ব্যক্তিজীবনের কারণে আলোচনায় আসেন, বিশেষত একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে। এবার জানা গেছে, হৃদয় খানের তৃতীয় স্ত্রী হুমায়রার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। গায়কের আচরণ এবং জীবনযাপন নিয়ে বিরক্ত হয়ে হুমায়রা তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তবে হৃদয় খান ও তার পরিবার বিচ্ছেদের বিষয়টি গোপন রেখেছে। একাধিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী, দীর্ঘ বছর সংসার করার পর, হৃদয়ের আচরণে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা। এই বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে যোগাযোগ করলে হৃদয় খান বলেন, "এই বিষয়ে আমি কিছুই জানি না" এবং বিচ্ছেদের খবরটি সত্য কি না জানতে চাইলে তিনি বলেন, "আমি কিছু বলতে চাচ্ছি না।" এর আগে হৃদয় খান পূর্ণিমা আকতার নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন, তবে সেই সংসারও টেকেনি। এরপর ২০১৫ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেন, কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদ ঘটে। তারপর ২০১৭ সালে তিনি হুমায়রাকে বিয়ে করেন।